আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের রুবেল ছয় দিন পর মারা গেলেন
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছয় দিন আইসিইউতে থাকার পর চট্টগ্রামের প্রবাসী মুহাম্মদ নুরুল আবছার রুবেল (২৯) মারা গেছেন।
শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে শারজাহ আল কাসেমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
রুবেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকিরপাড়া গ্রামের বাসিন্দা এবং নুর মোহাম্মদের ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটিতে গত ৭ জুন নুরুল আবছার বাইরে ঘুরতে বের হন। শারজাহর মালিহা রোডের ১৭ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নেস্টো হাইফার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় রাত ১১টা ৩৮ মিনিটে একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে পুলিশ ও মেডিকেল টিম এসে তাকে শারজাহ আল কাসেমি হাসপাতালে ভর্তি করে। ১০ জুন চিকিৎসকরা জানায়, তার মস্তিষ্ক আর সক্রিয় নেই (ব্রেন ডেথ)। ছয় দিন আইসিইউতে থাকার পর শুক্রবার রাতে তিনি মারা যান।
এক বছর আগে, ২০২৪ সালে, জীবিকার তাগিদে আমিরাতে গিয়েছিলেন রুবেল। তার মরদেহ বর্তমানে শারজাহ আল কাসেমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সব আইনি কার্যক্রম সম্পন্ন হলে মরদেহ দেশে পাঠানোর কার্যক্রম শুরু হবে।
এমএসএ