ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দিনব্যাপী খেলাধুলা, বিনোদন ও বিভিন্ন ধরনের দেশিয় খাবার পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ উৎসব।

শনিবার (১৪ জুন) দারুল আরকাম সেন্টারের উদ্যোগে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের টিংবিয়া গার্ডেনে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে প্রায় ছয় শতাধিক প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এ যেন ডেনমার্কের বুকে এক টুকরো বাংলাদেশ।

বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয় শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় মধ্য দিয়ে। শুরুতে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, বিস্কুট খেলা ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে নেওয়া সবাইকে বিভিন্ন ধরনের চকলেট দিয়ে পুরস্কৃত করা হয়।

পরে সকালের নাস্তার বিরতির শেষে বড়দের হাড়িভাঙা খেলায় যেন ফিরে আসে দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতি। সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব।
এরপর দুপুরের নামাজের বিরতির পরে পরিবেশন করা হয় দেশিয় খাবার। পরে বিভিন্ন ধরনের দেশিয় ফলমূল ও খাবার পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব।

দারুল আরকাম সেন্টারের ব্যবস্থাপনা কমিটির ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, আমরা এমন আয়োজনের মধ্য দিয়ে দেশের বাইরে কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেরা একসঙ্গে দিনটি উদযাপন ও ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছি। প্রতিবছরই এমন আয়োজন করে থাকি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

এসআইআর