ভেনিসে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী
ইতালির ভেনিসে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ভেনিস বিএনপি পরিবারের উদ্যোগে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন নেমাল চৌধুরী।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সেলিম, আরফান মাস্টার, আক্তার মোল্লা, যুবরাজ দেওয়ান, মনসুর পেদা, আমজাদ হোসেন, ফখরুল চৌধুরীসহ অন্য নেতারা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক সংকট অনেকটাই কেটে গেছে। এখন সময় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তারা বলেন, ৫ আগস্টের পর বিএনপির মধ্যে কিছু সুবিধাভোগী ঢুকে পড়েছে, যারা অতীতে ফ্যাসিবাদের দালালি করেছে এবং এখন দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।
দলের আদর্শ দৃঢ়ভাবে ধারণ করে দেশের মানুষের আস্থা অর্জন ও আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসএসএইচ