আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) মিশিগানের ঈদ পুনর্মিলনী ও গ্রীষ্মকালীন বনভোজন। স্থানীয় সময় রোববার (২২ জুন) দিনভর ওয়ারেন শহরের হলমিচ পার্কে এ বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়।

মুনা মিশিগান পরিবারের পাশাপাশি কমিউনিটির নানা শ্রেণিপেশার হাজারো বাংলাদেশি-আমেরিকান আনন্দঘন এ আয়োজনে অংশগ্রহণ করেন। শিশু-কিশোর ও নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বনভোজন আয়োজনে ছিল ‍ছোট বড় সবার জন্য কুইজ প্রতিযোগিতা, খেলাধুলার বিভিন্ন ইভেন্ট, পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল মিশিগান গ্রুপের শিল্পীরা। পোশাক ও ছোটদের খেলা সামগ্রীর বেশ কয়েকটি স্টল ছিল বনভোজনে। দুপুরে পরিবেশন করা হয় সুস্বাদু খাবার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুনা হ্যামট্রামিক চ্যাপ্টার সভাপতি শামসুল আলম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ারেন সাউথ চ্যাপ্টারের সভাপতি আব্দুল আহাদ চৌধুরি, ওয়ারেন নর্থ চ্যাপ্টার সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী এবং নর্থ চ্যাপ্টারের সভাপতি মুহিবুল হাসান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আরিফুল হক।

অনুষ্ঠানে মুনার প্রজেক্ট ডিরেক্টর অলিউর রহমান, নর্থ জোনের এক্সিকিউটিভ ডিরেক্টর আনোয়ার হোসেন খোকন, এক্সিকিউটিভ কমিটির সদস্য কোরবান সানি চৌধুরী, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল লতিফ আজম, সাহেদুল ইসলাম, আহমেদ খালেদ হোসেন, ডেট্রয়েট চাপ্টার সভাপতি শফিকুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন।

ইসলামি ভাবধারায় পরিচালিত সামাজিক সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) পরিবারের সদস্য হওয়ার জন্য আহ্বান জানান বক্তারা। এ ছাড়া বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগান স্টেট ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড. শাহীন নাজমুল হাসান এবং ইসলামিক ব্যক্তিত্ব জিন্দানিসহ অতিথিরা।

এসএসএইচ