বাহরাইনের আব্বাস আল মুসাবি আর্ট গ্যালারি পরিদর্শন করলেন রাষ্ট্রদূত
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বিখ্যাত বাহরাইনি চিত্রশিল্পী আব্বাস আল মুসাবির আর্ট গ্যালারি পরিদর্শন করেছেন।
শনিবার (১২ জুলাই) আব্বাস আল মুসাবির আর্ট গ্যালারি পরিদর্শন করেন রাষ্ট্রদূত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার আব্বাস আল মুসাবির আর্ট গ্যালারি পরিদর্শনকালে শিল্পী আব্বাস গ্যালারির বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং তার চিত্রকর্মের মাধ্যমে বাহরাইনের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন।
বিজ্ঞাপন
তিনি বাংলাদেশের এশিয়ান আর্ট বিয়েনালে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন ও ভবিষ্যতে দু-দেশের স্বনামধন্য শিল্পীদের নিয়ে আর্ট এক্সিবিশন আয়োজনের সম্ভাবনাও তুলে ধরেন। রাষ্ট্রদূত তাকে উষ্ণ আতিথেয়তা এবং অসাধারণ অভ্যর্থনার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এনআই/এআইএস