বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে আজ বুধবার (৩০ জুলাই) জুলাই যোদ্ধাদের স্মরণে সপ্তাহব্যাপী ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’ অনুষ্ঠানের উদ্বোধন করেছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ৫০ জন বিভিন্ন পেশাজীবী বাংলাদেশি নাগরিক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়াতে নিযুক্ত হাইকমিশনার শাহ্ আহমেদ শফী উপস্থিত সকলকে স্বাগত জানান এবং জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর তিনি আমন্ত্রিত অতিথিসহ আলোকচিত্র ও গ্রাফিতি পরিদর্শন করেন এবং প্রামাণ্যচিত্র দেখেন। 

হাইকিমশন জানায়, ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রোববারম বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়াতে এ আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলবে।

৪ আগস্ট আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুধু বিদেশি কূটনীতিকদের জন্য উন্মুক্ত থাকবে। ৫ আগস্ট জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

এনআই/এনএফ