বাংলাদেশ দূতাবাস, লিবিয়ায় যথাযথ মর্যাদায় ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’ পালিত হয়েছে। একইসঙ্গে রেমিট্যান্স যোদ্ধা দিবসও উদযাপন করেছে। 

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে ঘোষিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে ২৯ জুলাই দূতাবাসে আয়োজিত হয় ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী এবং আলোচনা সভা। 

ত্রিপলীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে এসব আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
প্রদর্শনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়কার গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র ও গ্রাফিতি তুলে ধরা হয়। উপস্থিত প্রবাসীরা প্রদর্শিত প্রতিটি চিত্র ও গ্রাফিতিকে তরুণদের স্বপ্ন, সাহস, আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের ইতিহাসের মূর্ত প্রতীক হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। আলোচনা সভায় ত্রিপলীর বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও পেশাজীবীরা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের স্মৃতি, প্রবাসীদের অবদান, ব্যক্তিগত স্মৃতিচারণ এবং বর্তমান প্রেক্ষাপটে এর তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। বক্তারা ‘জুলাই স্পিরিট’ ধারণ করে একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। 

রাষ্ট্রদূত সমাপনী বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের সত্যিকারের জাগরণ, যেখানে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, প্রবাসীরাও ছিলেন এই আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ।  

তিনি সরকারের প্রবাসীবান্ধব নীতি ও তাদের অধিকার সুরক্ষায় চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত সকলকে বৈষম্যহীন, মৌলিক অধিকারসম্পন্ন, ন্যায় ও সাম্যভিত্তিক একটি উন্নত বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং সম্প্রতি ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এনআই/এনএফ