আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সংযুক্ত আরব আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ ও পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটি নাহিদ আল মদিনার পাশের মাঠে পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শনিবার (২ আগস্ট) বাদে এশা থেকে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সদস্য মুহাম্মদ ফরিদ ও মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম। শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শাফায়াত হোসেন সরওয়ার্দ্দী।
বিজ্ঞাপন
পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ রেজাউল আজমের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন মোহাম্মদ শাহ আমান, মোহাম্মদ হাসান, এম. শাহেদ সরওয়ার, জাহেদুল ইসলাম, আলতাফ উদ্দিন জনি, মোজাহেরুল হক, কাজী মোহাম্মদ সোহেল, নুরউদ্দিন খান বাবর, শাহজাহান চৌধুরী, শাফায়াত হোসেন, মহসিন আলী খোকন, মোহাম্মদ সাগর চৌধুরী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে মোহাম্মদ আব্দুল আজিজ, সেলিম উল্ল্যাহ চৌধুরী, মোহাম্মদ আলম, ইব্রাহীম খলিল, মাহবুব আলম, মোহাম্মদ সোহেল, কাজী জুয়েল, সালাউদ্দিন রবিন, আলাউদ্দিন, রবিউল হোসেন, আনিসুর রহমান, মিনার উদ্দিন প্রমুখ।
নদিমপুর গ্রামের বহির্বিশ্বে অবস্থানরতরা আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সার্বিক সহযোগিতা করেন। নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সব কর্মকর্তা ও সদস্যমণ্ডলী এবং নদিমপুর গ্রামের শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন জানান।
অনুষ্ঠানের পরে সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপস্থিত সবার অংশগ্রহণে কেক কাটা হয় এবং উপস্থিত সবার জন্য ডিনারের আয়োজন করা হয়।
এসএসএইচ