লিবিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে দূতাবাস।
অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের হলরুমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘উইল ইউ নেভার স্লিপ, মা’ প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা গভীর আবেগে আপ্লুত হন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের পরবর্তী পর্বে রাষ্ট্রদূতের সভাপতিত্বে দূতাবাসের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় দিবসটি আপ্লুত রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় ত্রিপলীতে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট সদস্যরা বক্তব্য প্রদান করেন। তারা বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি, গুম, ভোটাধিকার হরণ ও নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম এবং সাধারণ জনগণের ক্ষোভের বিস্ফোরণ। বক্তারা ভবিষ্যতে স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত তার সমাপনী বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ছাত্র, তরুণ, শ্রমিক, দিনমজুর ও পেশাজীবীদের সাহসিকতা ও আহতদের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ৩৬ জুলাই এক অবিস্মরণীয় দিন, যা স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, গণহত্যার বিচার, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আহতদের পুনর্বাসনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবাই মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ত্রিপলীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পরিবারসহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে দূতাবাস ইতঃপূর্বে ‘ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী’, ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’, ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানের’ ওপর নির্মিত ৮টি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এনআই/এমএন