বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় মালদ্বীপের বাংলাদেশ মিশনে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রবাসী বাংলাদেশি নজরুল ইসলাম মামুন ও দুলাল আল মাইজভান্ডারি।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান। জুলাই ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  শহীদদের আত্মত্যাগ ও গণ-আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়।

হাইকমিশনার মো. সোহেল পারভেজ তার বক্তব্যে বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের প্রতিটি দিনগুলি  একটি গণজাগরণের দিন, যা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। এই দিবস আমাদের গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার নতুন করে স্মরণ করিয়ে দেয়। এই অভ্যুত্থান সফলতার পেছনে প্রবাসীদের ভূমিকা ও অনস্বীকার্য।  

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকালের প্রশংসার পাশাপাশি পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সময়ের নানা অনিয়ম, অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন নিয়ে বক্তব্য রাখেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

এআইএস