মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক স্মরণীয় উৎসবে পরিণত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের লাইভ কনসার্ট। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (৮ আগস্ট) দেশটির হুলুমালের সিনথেটিক গ্রাউন্ডে অনুষ্ঠিত এই সংগীত সন্ধ্যায় হাজারো প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় সঙ্গীতপ্রেমীদের ঢল নামে।

মালদ্বীপের সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি ধীরাগু-এর আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে আসিফ আকবর তার জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। উচ্ছ্বাস ও উল্লাসে কানায় কানায় পূর্ণ সিনথেটিক গ্রাউন্ড ‘সাবাস বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল লাকি ড্র, নানা রকম অফার এবং ধীরাগুর পক্ষ থেকে স্বল্প আয়ের প্রবাসীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের ফুচকাবাইটস প্যাকেজ উদ্বোধন। প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হওয়া এই কনসার্ট দুদেশের মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করেছে।

লাইভ কনসার্ট শেষে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমানের নেতৃত্বে আসিফ আকবরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নেহের মিয়া রানা, সভাপতি মো. আলতাব হোসাইন, মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে মো. খলিলুর রহমান বলেন, জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের প্রথম শক্তি ছিল প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের হুমকি। প্রবাসীদের এমন সাহসী ভূমিকায় সেই আন্দোলনে আমাদের ছেলে-মেয়েরা যোগদানের শক্তি পায়। পরিবর্তন এসেছে দেশের শাসন ব্যবস্থায়। রেমিট্যান্স যোদ্ধাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের জনগণের হৃদয়ে। 

ধীরাগুর আয়োজিত এই কনসার্ট নিয়ে প্রতিষ্ঠানটির কনজিউমার সেলস অ্যান্ড মার্কেটিং প্রধান পারিজাত সৌরভ বলেন, এটি শুধু প্রবাসীদের জন্য বিনোদনের আয়োজন নয়, বরং ভিনদেশে থেকেও বাংলাদেশের কণ্ঠসঙ্গীত ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার প্রকাশ।

এমএসএ