মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ। অনুষ্ঠানে বাংলাদেশ ফোরামের নেতা এবং প্রবাসী সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এ উপলক্ষ্যে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানী মালের ম্যানহাটন বিজনেস হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রবাসী সাংবাদিকদের প্রশংসা করেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাত হোসেন।

সভায় বক্তারা প্রবাসীদের সমস্যা, সুযোগ-সুবিধা এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। প্রবাসীদের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এই সময় উপস্থিত ছিলেন– মালদ্বীপ-বাংলা সাংবাদিক ফোরামের সভাপতি, নিউজ ২৪ ও ঢাকা পোস্ট মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান ও প্রবাস মেলার মালদ্বীপ প্রতিনিধি, সহ-সভাপতি ও ওয়ান নিউজ বিডি মালদ্বীপ প্রতিনিধি মো. রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জিটিভির মালদ্বীপ প্রতিনিধি আব্দুল্লাহ কাদের, সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির মালদ্বীপ প্রতিনিধি মো. সোহেল রানা। বাংলাদেশ ফোরাম মালদ্বীপের প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মো. দিদারুল আলম, প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদ, সহকারী অফিস সম্পাদক মো. মিজানুর রহমান, সহ সভাপতি আইল্যান্ড শাখা আব্দুল গুফরান মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বিআরইউ