বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ক্লাবের নতুন হলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. এন. আমিন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর)  ক্লাবের নতুন হলে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন ওমানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জের কর্মকর্তা মাসুদ রানা ও সিরাজ উদ দৌলা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি।

মাওলানা আব্দুল সালাম আল কাদেরী ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন শান্তি, দয়া, সহিষ্ণুতা ও মানবিকতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত, যার জীবনাদর্শ আজও সর্বজনীন ও গ্রহণযোগ্য।

মিলাদ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে অতিথিরা নৈশ ভোজে অংশ নেন।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সোহার শাখা ও সিলেট উইংস-এর উদ্যোক্তারা অনুমোদিত উইংসের সদস্য ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। প্রবাসীরা জানান, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রতিটি আয়োজনের মতোই এ মাহফিলও সুশৃঙ্খল ও প্রশংসনীয়।

সম্প্রতি উদ্বোধন হওয়া ৪০০ আসনবিশিষ্ট নতুন হলে অসচ্ছল প্রবাসীরা স্বল্প খরচে সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে পারবেন বলে জানান ক্লাব চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি।

এআইএস/এআইএস