জার্মানির এসেন শহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জার্মানির নর্থ রাইন ভেস্টফালিয়া প্রদেশের এসেন শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বিএনপি একটি আলোচনা সভার আয়োজন করে, যেখানে জার্মানির নর্থ রাইন ভেস্টফালিয়া প্রদেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা তোবারক হোসেন তপন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা নূরউদ্দিন মিঠু মিনজু, মইনউদ্দিন মইন, মো. লিপু, সেলিম রহমান, নজরুল ইসলাম, যুবদল নেতা নূরুল পূর্ণ, স্বেচ্ছাসেবক দল পশ্চিম জার্মানি শাখার আহ্বায়ক হাসান ভূঁইয়া, জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মামুনুল ইসলাম মুন্নাসহ আরও অনেকে। আলোচনা সভাটি পরিচালনা করেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোল্লা।
বিজ্ঞাপন
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। তারা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এমজে
বিজ্ঞাপন