ফ্রান্স যুবদলের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ
ফ্রান্স যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে একটি নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন পাঁচ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছেন।
গত ১৮ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিম আহমেদ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এছাড়াও কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন আরও তিনজন। সিনিয়র সহ সভাপতি হয়েছেন আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন লায়েক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল ইসলাম সায়েম।
বিজ্ঞাপন
এ কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
এসএসএইচ