স্পেনের বার্সেলোনায় বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার প্রবাসীদের বৃহৎ সংগঠন গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন এন বার্সেলোনার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আব্দুল মোমিনকে সভাপতি, খোকন উদ্দীনকে সাধারণ সম্পাদক, তাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি কমিটি গঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের প্রবীণ মুরব্বি আনা মিয়া।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আকরামুল ইসলাম। সভায় সর্বসম্মতিতে আগামী ২০২৫-২৭ সালের জন্য ৪০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সাব্বির আহমদ দুলাল। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জব্বার, ছানু মিয়া, বাবুল আহমদ, সুহেল আহমদ, ওয়াজিজুর রহমান মুজিব, শুক্কুর আহমদ সেলিম, জুয়েল আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন– সহ-সভাপতি আলাল উদ্দিন, নজরুল ইসলাম, হাছানুল হক মান্না, পারভেজ আহমদ, আবুল কালাম; সহ-সাধারণ সম্পাদক লিমন আহমদ, জুয়েল আহমদ, জুয়েল আহমদ (গোলাপগঞ্জ পৌরসভা), ফরহাদ আহমদ (গোলাপগঞ্জ পৌরসভা); সহ-সাংগঠনিক সম্পাদক: নাসির আহমদ, নাজিম উদ্দীন (মাইজভাগ ফুলবাড়ি), সাকেল আহমদ, কামাল উদ্দীন; কোষাধ্যক্ষ সুমন আহমদ, সহ-কোষাধ্যক্ষ নাজিম উদ্দীন (গোলাপগঞ্জ পৌরসভা); প্রচার সম্পাদক ছাদিয়ান আহমদ, সহ-প্রচার সম্পাদক নোমান আহমদ; দপ্তর সম্পাদক সাইফুজ্জামান সুমন, সহ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (পৌরসভা); ক্রীড়া সম্পাদক লিমন, সহ-ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, আনিসুর রহমান ইমু, হোসাইন আহমদ; ধর্ম বিষয়ক সম্পাদক আকরামুল ইসলাম; সমাজকল্যাণ সম্পাদক মুন্না, সহ-সমাজকল্যাণ সম্পাদক লায়েক আহমদ; শিক্ষা সম্পাদক শুক্কুর আহমদ সেলিম; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক খালেদ আহমদ; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাদিক আহমদ (আমুড়া ইউনিয়ন); মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহীন আহমদ; সদস্য সেলিম উদ্দীন, আলী আহমদ, আল-আমিন, আব্দুল্লাহ আল ইমন, নুরুল আমিন, হাছান আহমদ, এম এ মুহিত, মারুফ আহমদ, মারুফ আহমদ, জিল্লোল, হিমেল, মিজানুর রহমান।

এসএসএইচ