ওমানে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের চ্যাম্পিয়নস সেলিব্রেশন অনুষ্ঠিত
ওমানে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে বারকার একটি ফার্ম হাউসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস সেলিব্রেশন-২০২৫। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও তাদের পরিবারের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এতে সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত সভাপতি আশরাফুর রহমান সিআইপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. ইয়াছিন চৌধুরী সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর ওয়ান রয়েলের আঞ্চলিক প্রধান সৈয়দ তানভীর আহমেদ। এছাড়াও ক্লাবের ডিরেক্টরস, কোচ, টিম ম্যানেজার, খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
আয়োজকরা জানান, প্রবাসে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করার পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন
এসএসএইচ