রাষ্ট্রদূতের সঙ্গে ফিনল্যান্ড কমিউনিটির মতবিনিময় সভা স্থগিত
আগামী শনিবার (৪ অক্টোবর) ফিনল্যান্ডের বাংলাদেশ কমিউনিটির সঙ্গে পূর্বনির্ধারিত মতবিনিময় সভা ছিল সুইডেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদের। তবে অনিবার্য কারণবশত সভাটি স্থগিত করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১ অক্টোবর) স্টকহোমের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।
বিজ্ঞাপন
দূতাবাসের বার্তায় জানানো হয়েছে, আগামী ৪ অক্টোবর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে রাষ্ট্রদূতের সঙ্গে ফিনল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির পূর্বনির্ধারিত মতবিনিময় সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ ‘সমদূরবর্তী’ রাষ্ট্রদূতের হিসেবে ফিনল্যান্ডের দায়িত্ব পালন করেন।
এনআই/এমএসএ