দুর্যোগ ঝুঁকি হ্রাসের বৈশ্বিক আহ্বানকে সামনে রেখে মালদ্বীপে আয়োজিত হলো জনসচেতনতা ও প্রস্তুতির এক প্রাণবন্ত উৎসব: ‌‘ভিলুনথেরি ফেস্ট ২০২৫’। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই দ্বীপরাষ্ট্রকে একটি সহনশীল জাতিতে রূপান্তরিত করার লক্ষ্যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) কর্তৃক আয়োজিত এই মেলায় মালদ্বীপের সরকারি-বেসরকারি সব অংশীদার প্রতিষ্ঠান এক ছাতার নিচে সমবেত হয়।

রোববার (১৯ অক্টোবর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এই অর্থবহ আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে অংশগ্রহণ করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। তিনি দেশটির দুর্যোগ সচেতনতা বৃদ্ধির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের সম্প্রদায়ভিত্তিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তা ভাগাভাগি এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এদিনের আয়োজনের উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিল ‘হুশিয়ারু’ নামে একটি জাতীয় সচেতনতা ওয়েবসাইটের উদ্বোধন, যেখানে মালদ্বীপে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলা ভাষা সংযোজন করা হয়েছে। এই অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপটি মালদ্বীপের সমাজে প্রবাসী বাংলাদেশিদের অবদানকে এক সুন্দর স্বীকৃতি দিয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে হাইকমিশনার মনে করেন।

এই ‘হুশিয়ারু’ প্রচারণাটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) ও মালদ্বীপিয়ান রেড ক্রিসেন্ট (এমআরসি)-এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। এর প্রধান লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে সক্ষম করে তোলা। এই উদ্যোগটি মালদ্বীপ সরকারের ‘একটি দুর্যোগ সহনশীল মালদ্বীপ গড়ে তোলা’ এই জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ।

হাইকমিশনার এনডিএমএ এবং এই অর্থবহ উদ্যোগের দুই স্পনসর সংস্থা—ইউএনডিপি মালদ্বীপ ও ইউনিসেফ মালদ্বীপকে আন্তরিক ধন্যবাদ জানান।

দুর্যোগ ঝুঁকি হ্রাসের আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে এই শিক্ষণীয় ও উন্মুক্ত উৎসবের আয়োজন করা হয়। মালদ্বীপ সরকারের বিভিন্ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং সিভিল সোসাইটির ২০টিরও বেশি অংশীদার প্রতিষ্ঠান এতে অংশ নেয়, যেখানে সব বয়সের মানুষ দুর্যোগ প্রস্তুতি বিষয়ে জানার ও অংশগ্রহণের সুযোগ লাভ করে।

এনআই/এআইএস