অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখছে বাংলাদেশি উদোক্তারা
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলাম হুলহুমালে সিনথেটিক ট্র্যাকে আয়োজিত ‘হোটেল এশিয়া এক্সিবিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কুলিনারি চ্যালেঞ্জ ২০২৫’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
বুধবার (২২ অক্টোবর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ৪৮টিরও বেশি দেশের ৩০০-র অধিক প্রতিষ্ঠান ও প্রতিনিধি অংশগ্রহণ করছেন, যেখানে হোটেল মালিক, জেনারেল ম্যানেজার, এফঅ্যান্ডবি পরিচালক, প্রোকিউরমেন্ট বিশেষজ্ঞ এবং বিশ্বব্যাপী সেবা প্রদানকারীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের উদ্বোধন করেন মালদ্বীপের পর্যটন ও পরিবেশ মন্ত্রী তারিক ইব্রাহিম এবং আয়োজনটি করেছে মালদ্বীপ এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সার্ভিসেস সেন্টার।
হাইকমিশনার নাজমুল ইসলাম এই প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক আয়োজনে মালদ্বীপের আতিথেয়তা খাতকে বৈশ্বিক পর্যায়ে যুক্ত করার উদ্যোগের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে মালদ্বীপের হোটেল ও সেবা খাতে কর্মরত বাংলাদেশি পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিজ্ঞাপন
হাইকমিশনার মালদ্বীপের ক্রমবর্ধমান আতিথেয়তা শিল্পের সাফল্যের প্রশংসা করেন, যা ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। তিনি বাংলাদেশের পক্ষ থেকে পর্যটন, হোটেল ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
হোটেল এশিয়া এক্সিবিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কুলিনারি চ্যালেঞ্জ ২০২৫ আগামী ২০–২২ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে, যেখানে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের অংশগ্রহণে কুলিনারি প্রতিযোগিতা, পণ্য প্রদর্শনী এবং পেশাগত বিনিময়মূলক অনুষ্ঠান আয়োজন করা হবে।
এনআই/এসএম