লিসবনে যাত্রা শুরু করল বাংলা গণমাধ্যম ‘নোটিসিয়াস বাংলা’
ইউরোপ প্রবাসীদের জন্য নিবেদিত একটি ডিজিটাল সংবাদ ও বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘নোটিসিয়াস বাংলা’।
গত ২৩ অক্টোবর লিসবনের আলমাদা এলাকার গোল্ডেন লিফ লাউঞ্জ অ্যান্ড স্পোর্টস বারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পস্থিত ছিলেন লিসবনে বসবাসরত বিভিন্ন পেশাজীবী, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তব্য দেন— রানা তাসলিম উদ্দিন স্থানীয় রাজনীতিবিদ ও সভাপতি বাংলাদেশ ইসলামিক সেন্টার, বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন লাকি, ফোজিয়া তালুকদার কবি ও সাহিত্যিক এবং প্রধান উপদেষ্টা লিসবন সাহিত্য পরিষদ, রনি হোসাইন সভাপতি কাজা দো বাংলাদেশ, মাসুম আহমেদ সেক্রেটারি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল, চিত্র শিল্পী জামিল শামিম, এম কে নাছির যুগ্ম আহ্বায়ক, বিএনপি, শফির চৌধুরী সিনিয়র সদস্য বিএনপি, মঈনুল হোসেন (সভাপতি ভেজা বিএনপি), তরুণ ব্যবসায়ী ইকবাল হোসেন কাঞ্চন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ।
এ সময় কেক কেটে চ্যানেলটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অতিথিরা বলেন, পর্তুগালসহ ইউরোপে দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ বাংলা সংবাদমাধ্যমের অভাব ছিল, যা ‘নোটিসিয়াস বাংলা’র মাধ্যমে পূরণ হলো।
বিজ্ঞাপন
চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল আহমেদ জানান, গত জুন মাস থেকে পরীক্ষামূলকভাবে আমরা কনটেন্ট প্রচার শুরু করি। তিন মাসের মধ্যেই ফেসবুকে ১০ হাজারের বেশি অনুসারী এবং ৪ মিলিয়নেরও বেশি দর্শক চ্যানেলটির কনটেন্ট দেখেছেন।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুখ– দুঃখ, সাফল্য–ব্যর্থতা, অর্জন ও সম্ভাবনার গল্প পৃথিবীর সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। আমরা এমন কনটেন্ট তৈরি করতে চাই, যা ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়।
ওয়েবসাইটের পাশাপাশি নোটিসিয়াস বাংলা বর্তমানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কনটেন্ট প্রকাশ করছে। সংবাদ, তথ্যভিত্তিক অনুষ্ঠান ও বিশেষ প্রতিবেদন ছাড়াও প্রামাণ্যচিত্র ও ফিচার সম্প্রচার করছে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলে লিসবনের জনপ্রিয় বাংলা ব্যান্ড ইকোস অব ইডেন।
এমএন