কমিউনিটির কল্যাণে অবদান, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যানকে সম্মাননা
ওমানজুড়ে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে কমিউনিটির কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান আর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি।
বুধবার (২২ অক্টোবর) রাজধানী মাস্কাটের ক্লাব কনফারেন্স হলে ক্লাবের আঞ্চলিক উইংগুলোর আয়োজনে আনন্দঘন অনুষ্ঠানে তাকে সম্মাননা জানানো হয়।
বিজ্ঞাপন
বৃহত্তর নোয়াখালী উইংয়ের সাধারণ সম্পাদক আবু ইউসুফ সিআইপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী কমিটি এবং বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর ঢাকা, উত্তরবঙ্গ, নারী ও প্রকৌশলী এবং প্রস্তাবিত সিলেট উইংসের দায়িত্বশীল কর্মকর্তারা।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, সিরাজুল হক সিআইপি দীর্ঘদিন প্রবাসে বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক কাজে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্বে সোশ্যাল ক্লাব ওমান আজ নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বাংলাদেশিদের শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে।
সিরাজুল হক সিআইপি বলেন, এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার চেষ্টা থাকবে এই ঐক্য-ভালোবাসাকে আরও শক্তিশালী করতে।
তিনি বাংলাদেশ কমিউনিটির কল্যাণ ও সুনাম বাড়াতে, দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে ক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল কাদেরীর পরিচালনায় দেশ, জাতি ও প্রবাসীদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসএসএইচ