নেত্রকোণা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও অপবাদমূলক ভিডিও ছড়ানো হয়েছে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে লিখিত আবেদন করেছেন তিনি।

রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অপপ্রচারের তীব্র নিন্দা জানান সাইফুল ইসলাম।

তিনি অভিযোগ করেন, ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ থেকে তার মালিকানাধীন বাণিজ্যিক ভবনকে কেন্দ্র করে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন ভিডিও প্রচার করা হয়েছে। এতে তার ও পরিবারের মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি। 

হাইকমিশনে দাখিল করা আবেদনে তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ায় ১৮ বছর ধরে বৈধভাবে থেকে নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। ২০২৪–২৫ অর্থবছরে নেত্রকোণা জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণের জন্য তিনি জেলা প্রশাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন।

তার দাবি, কলমাকান্দা বাজার এলাকায় অবস্থিত তার ভবনকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে এ অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় তার দুই ভাড়াটিয়া জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। তাদের ইতোমধ্যে আইনি হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা চলমান রয়েছে বলে জানান তিনি।

দেশে অবস্থান করতে না পারায় নিজে আইনি পদক্ষেপ গ্রহণে বাধাগ্রস্ত হচ্ছেন জানিয়ে সাইফুল ইসলাম দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য হাইকমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএ