বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত করতে শিক্ষা, ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম আলী সাঈদের সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়। 

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সাক্ষাতে জুমার খুতবা বাংলায় অনুবাদের প্রস্তাবসহ দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও সম্মতি জানায় দুই দেশ। এমওইউ সম্পাদনের মাধ্যমে দুই দেশের ইসলামিক গবেষক, আলেম ও শিক্ষাবিদদের বিনিময় কার্যক্রম আরও সহজতর হবে বলে আশা প্রকাশ করা হয়।

মালদ্বীপের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী বলেন, বাংলাদেশ মালদ্বীপের ভ্রাতৃপ্রতিম দেশ ও নির্ভরযোগ্য সহযোগী। তিনি বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে অনুসরণযোগ্য মডেল হিসেবে উল্লেখ করেন এবং এ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় বার্তা আরও স্পষ্টভাবে বোঝার জন্য জুমার খুতবা বাংলায় অনুবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়ে দুই পক্ষই সম্মত হয়। মালদ্বীপ সরকার এ উদ্যোগে অর্থায়ন ও সহযোগিতা দেবে বলে জানানো হয়।

এমজে