মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি কর্মী সেলিমের দেশে ফেরার জন্য একটি বিমানের টিকিট হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

সোমবার (১০ নভেম্বর) রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আহত কর্মীকে দেখতে গিয়ে তিনি টিকিটটি হস্তান্তর করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এ এয়ার টিকিট দেওয়া হয়। এসময় হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

জীবন নির্বাহের তাগিদে আট বছর আড়ে মালদ্বীপে যান মো. সেলিম। তিনি ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। কয়েক মাস আগে মালেতে একটি নির্মাণাধীন ভবনে রঙের কাজ করার সময় পড়ে গিয়ে সেলিম গুরুতর আহত হন। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়।

তার পাসপোর্ট না থাকায় হাইকমিশনের পক্ষ থেকে বিনামূল্যে ট্রাভেল পারমিট দেওয়া হয় এবং দেশে ফেরার ব্যবস্থা নেওয়া হয়। হাইকমিশনার ড. নাজমুল ইসলাম তার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণে হাইকমিশন সর্বদা সচেষ্ট থাকবে।

আজ (মঙ্গলবার) সেলিম মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরছেন।

এসএসএইচ