ইতালির রোমের মানিকগঞ্জ জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগের কমিটির প্রধান আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে ও সদস্য মোজাম্মেল হোসেন মোল্লার সঞ্চালনায় মো. নায়েব আলি সভাপতি ও জহিরুল হক চঞ্চলকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত ৪ জুলাই ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. রশিদ মিয়া, কোষাধ্যক্ষ গফ্ফার হোসেন, প্রচার সম্পাদক মো. জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস মোল্লা প্রমুখ। 

এছাড়া এবারের কার্যকরী কমিটিতে রোমসহ বিভিন্ন শহরের ব্যক্তিদের সংগঠনের শুরু থেকে এখন পর্যন্ত বিশেষ অবদান রাখায় আজীবন সদস্য ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামীতে তাদের কার্যক্রম দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ইতালিতে মানিকগঞ্জের প্রবাসীরা এলাকাবাসীর জন্য কাজ করে যাবেন।

এসময় উপস্থিত ছিলেন সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইস্রাফিল বারী, বাংলাদেশ সমিতি ইতালির শিশু সম্পাদক মোজাম্মেল হক ছিলেন। 

উল্লেখ্য, ইতালিতে মানিকগঞ্জ প্রবাসীদের মধ্যে ৭০/৮০ জন সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটিকে সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জেডএস