কোরিয়ার মাল্টি-কালচার মিউজিয়ামে ‘বাংলাদেশ প্যাভেলিয়ন’ উদ্বোধন
দক্ষিণ কোরিয়ার সিউলে মাল্টি কালচার মিউজিয়ামে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশ প্যাভেলিয়ন’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং মিউজিয়ামের পরিচালক কিম ইউন তায়ে ফিতা কেটে প্যাভেলিয়ন উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্যাভেলিয়নে বাংলাদেশের রিকশাসহ ঐতিহ্যবাহী বিভিন্ন হস্তশিল্প যেমন পাটের হস্তশিল্প, সিরামিক সামগ্রী, কাপড়ের পুতুল, হাতপাখা, নকশী কাঁথা, মাটির হস্তশিল্প, কুলা, ঢেঁকি, পিতলের নৌকা, ঐতিহ্যবাহী পোশাক ইত্যাদি প্রদর্শন করা হয়। একই সঙ্গে প্যাভেলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর কোরিয়ান ভাষায় অনুদিত বিভিন্ন গ্রন্থ যেমন- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ এবং ‘অসমাপ্ত আত্মজীবনী’ দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত আবিদা ইসলাম কিম ইউন তায়েকে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য একটি ক্রেস্ট উপহার দেন। মিউজিয়াম পরিচালককে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের ওপর তার আঁকা একটি তৈলচিত্রও উপহার দেন তিনি। কিম ইউন তায়েও রাষ্ট্রদূতকে তার কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ একটি সম্মাননা প্রদান করেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই প্যাভেলিয়ন দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষকে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি সম্পর্কে আরও আগ্রহী করে তুলবে। একই সঙ্গে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার অবদান সম্পর্কে আরও গভীর জ্ঞানার্জন করার সুযোগ লাভ করতে পারবেন।
এসএসএইচ