‘ভয় নয়, সচেতনতাই করতে পারে করোনা জয়’
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে স্থানীয় ও প্রবাসীদের টিকাদান চলছে। করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রতিনিয়ত নির্দেশনা দেওয়া হচ্ছে।
এদিকে, করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা যায়নি এখনও। অনেকে টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞাপন
টিকা নিয়েও করোনা পজিটিভ হয়ে ডাক্তারের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হওয়া কুয়েত প্রবাসী জাহিদ হোসেন বলেন, আমি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি দেড় মাস হলো। এরপরও করোনা পজিটিভ হয়েছিলাম। ১০ দিন আইসোলেশনে ছিলাম। এখন সুস্থ আছি। যতদিন করোনা আছে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বিজ্ঞাপন
করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে অন্য আরেক প্রবাসী রিপন বলেন, করোনা পজিটিভ হলে ডাক্তারের পরামর্শ মতো চলেছি। বিশ্রাম নিয়েছি। আল্লাহর রহমতে সুস্থও হয়েছি।
তিনি বলেন, ভয় নয়- সচেতনতাই পারে করোনাকে করতে জয়। করোনা আক্রান্ত রোগীকে অবহেলা বা ভয় পেয়ে দূরে ঠেলে না দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা যত্ন করা সম্ভব।
এইচকে