রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রাজুব ভৌমিকের গান
মিরর এক্সক্লুসিভের আয়োজনে ও কবি রাজুব ভৌমিকের লেখা ‘আমার পরাণে প্রেম এসেছে’ গানটি নিয়ে আসছেন জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গানটির সুর করেছেন তানিম আহমেদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পঙ্কজ।
গানটি আগামী বৃহস্পতিবার (৫ আগস্ট) মিরর এক্সক্লুসিভের ইউটিউব চ্যানেল রিলিজ হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
গানটি নিয়ে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘অনেকদিন পর একটি সুন্দর আধুনিক গান গেয়েছি। আশা করি দর্শক গানটি শুনবেন এবং দেখবেন। সবাই গানটি পছন্দ করবে।’
গানটির গীতিকবি রাজুব ভৌমিক বলেন, ‘এটা আমার লেখা প্রথম আধুনিক গান। ব্যস্ততার কারণে এখন গান লেখার সময় তেমন পাই না। তারপরও অনেক সময় নিয়ে এই গানটি লিখেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
বিজ্ঞাপন
সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন বন্যা সঙ্গীতে অবদানের জন্য ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার পান।
এমএইচএস