মালয়েশিয়ার রিক্যালিব্রেশন কর্মসূচির মাধ্যমে ১১ হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন। এছাড়া এ কর্মসূচির মাধ্যমে মোট ৮৮ হাজার ৩৪ জন বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজায়মি দাউদ।

তিনি জানান, ১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৫২৪ জন বিদেশি এই কর্মসূচিতে তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে যাদের দেশে পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৫৬ হাজার ১৫৪ জন ইন্দোনেশিয়ান, ১৬ হাজার ১৯৪ জন ভারতীয় এবং ১১ হাজার ৫১০ জন বাংলাদেশি।

এ প্রক্রিয়ায় অবৈধ বিদেশিদের কাছ থেকে ৫২ মিলিয়ন রিঙ্গিত জরিমানা আদায় করা হয়েছে। ২ আগস্ট সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) রিক্যালিব্রেশন কাউন্টার পরিদর্শন শেষে দাতুক খায়রুল দাজায়মি সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে বলেও জানিয়েছেন তিনি।  

কাউন্টারগুলোতে শারীরিক দূরত্ব বজায় থাকছে না, খাবার এবং পানীয় কেনার জন্য কিয়স্কের অভাবসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও ২০টি নতুন রিক্যালিব্রেশন কাউন্টার খোলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মালয়েশিয়া বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে বলে জানান তিনি।

এছাড়া অপেক্ষমাণ অভিবাসীদের নামাজের ব্যবস্থা এবং খাবার ও প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য একটি দোকান স্থাপন করা হয়েছে। প্রত্যেকে যাত্রীর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ফ্লাইট টাইম অনুযায়ী এ সুবিধা নেওয়ার জন্য অনুরোধ করেছে ইমিগ্রেশন।

১ জুলাই নতুন কাউন্টার খোলার পর থেকে কারো ফ্লাইট মিস করার খবর পাওয়া যায়নি। তবে যেসব বিদেশি এই পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরে যাচ্ছেন তাদের ফ্লাইটের প্রায় ২৪ ঘণ্টা আগে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

কেএলআইএ-তে নির্ধারিত কাউন্টার ছাড়াও ১ আগস্ট জোহরের স্টুলাং লাউটে বিশেষ কাউন্টারও খোলা হয়েছে। আগামী বৃহস্পতিবার কেএলআইএ-২ এ আরও ৮টি কাউন্টার খোলা হবে। এ ছাড়া জোহরের পাসির গুডাং এবং পোর্ট ক্লাং -এ ১৫ আগস্ট কাউন্টার খোলা হবে বলেও জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক।

অভিবাসন বিভাগ বলছে, এই কর্মসূচিতে যারা অংশ নিয়েছে তারা বেশিরভাগই তিন থেকে পাঁচ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন।

অননুমোদিত অভিবাসীদের কারণে সরকারের প্রায় ১৩০ মিলিয়ন রিঙ্গিত বার্ষিক শুল্কের ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক খায়রুল দাজায়মি দাউদ। 

এনএফ