ইংল্যান্ডের জনপ্রিয় সমুদ্র সৈকত বর্নমাউথে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি পর্তুগিজ সোসাইটি ইউকের বার্ষিক আনন্দ ভ্রমণ। করোনাভাইরাসের তাণ্ডবের পর এ আনন্দ আয়োজনে এত মানুষের অংশগ্রহণ দেখে স্তম্ভিত হয়ে যান স্থানীয়রা। এই আনন্দ আয়োজনে ১০টি বাসযোগে সাড়ে পাঁচশত মানুষ অংশ নিতে যায়।

এ বিষয়ে ৩৫ বছর ধরে ইংল্যান্ডে বসবাসকারী সাংবাদিক ফজলুল হক। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করছেন প্রায় ২৫ বছর। শতাধিক পিকনিকের নিউজ কাভার করেছেন তিনি। কিন্তু এত বিশাল এবং সুশৃঙ্খলভাবে ভ্রমণের সংবাদ কাভার করার অভিজ্ঞতা তার এটিই প্রথম। ঠিক একই রকম অভিজ্ঞতা বর্ণনা করেন ইংল্যান্ড বসবাসরত কমিউনিটি নেতা মোতাহের হোসেন লিটন।

আনন্দ ভ্রমণের মিডিয়া পার্টনার যুক্তরাজ্যের জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল আই অন টিভির সিইও এবং ডিরেক্টর আতাউল্লা ফারুক বলেন, বাংলাদেশি পর্তুগিজ সোসাইটি ইউকে আয়োজিত আনন্দ ভ্রমণটি বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে, যা সত্যি ভবিষ্যৎ বাংলাদেশি প্রজন্মের জন্য আশার সঞ্চার করবে। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য তিনি সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। আগামীতেও আই অন টিভি পর্তুগিজ বাংলাদেশি সোসাইটিসহ সব বাংলাদেশি সংগঠনের পাশে থাকবে বলে জানান তিনি।

বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ইস্ট লন্ডনের আপটন পার্ক এবং হোয়াইট চ্যাপেল থেকে একযোগে রওনা হয় ১০টি বাস। যাত্রাকালে বাসের ভেতর আড্ডায় মেতে ওঠেন যাত্রীরা। গান, কৌতুক, আবৃত্তিসহ আয়োজনের মধ্যেই যাত্রা চলতে থাকে। মাঝপথে যাত্রা বিরতিতে সকালের নাস্তা পরিবেশন করা হয়। দুপুর দেড়টার দিকে গন্তব্যে পৌঁছায় বিশাল বহর। বাস থেকে নেমে শুরু হয় প্রতীক্ষিত সমুদ্র স্নানের পালা। সমুদ্রে স্নানের পর সৈকতের পাশে অস্থায়ী স্টেজ নির্মাণ করে পরিবেশন করা হয় দুপুরের খাওয়া। এরপর ছিল শিশুদের খেলার আয়োজন। এছাড়া নারীদের বালিশ খেলা, অন্ধের হাড়িভাঙাসহ বিভিন্ন ইভেন্ট সময় স্বল্পতার কারণে শেষ করা যায়নি। তবে প্রতিযোগিতার উপহারগুলো লটারির মধ্যে বিতরণ করা হয়।

রাব্বির অ্যান্ড কোম্পানি একাউন্টেন্ট লি., এয়ারট্রিপ ট্রাভেলস লি., ক্যাপে মুন, ইকরা প্রপার্টিজের সৌজন্যে প্রতিটি যাত্রী পরিবারকে বিভিন্ন উপহার দেওয়া হয়। আনন্দ ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট র‌্যাফেল ড্র আয়োজন করা হয় টিঅ্যান্ডটি কনসালটিং লি. ইউকের সৌজন্যে। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর ইপতি আহমেদ এবং সহযোগী চার্লি উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ল্যাপটপ, স্মার্ট টিভি, স্মার্ট ফোনসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন।

সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলাধুলা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশি পর্তুগিজ সোসাইটি ইউকে’র সভাপতি নুর মোহাম্মদ কচি।

সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, উপদেষ্টা আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি শরীফ আহমেদ, সরদার আহমেদ রায়হান, মঞ্জু সরকার, সহ-সাধারণ সম্পাদক নজরুল সুমন, হাবিব উজ্জল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাসির আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা হাবিবুল বাশার তানভীর, কামাল পাঠান, তৌকির আহমেদ, আব্দুর রহিম, শফিকুর রহমান সফু, হাফেজ সুমন, ইমতিয়াজ বুলবুল, টাইগার মাসুদ, ফারুক আহমেদ, রাহি মুসাফির, বিশ্বজিৎ মজুমদার, সাংবাদিক মাসুদ বিন সাইদসহ অনেকে।

বিকাল ৬টা ১৫ মিনিটে বর্নমাউথ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৯টায় লন্ডন পৌঁছে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ কচি। তিনি সুশৃঙ্খলভাবে ভ্রমণ আয়োজনে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ জানান।

এসএসএইচ