কানাডায় ১৫ ও ২১ আগস্ট স্মরণে সভা
কানাডায় ১৫ ও ২১ আগস্ট স্মরণে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। কানাডা বাংলা টিভি অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী (জাতীয় শোক দিবস) ও ২১ আগস্টের গ্রেনেড হামলা উপলক্ষে কানাডার অন্টারিও আওয়ামী লীগ এ সভার উদ্যোগ নেয়।
বিজ্ঞাপন
স্মরণসভায় সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ ও অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল করিম।
সভায় প্রধান অতিথি ছিলেন হাই কমিশনার ড. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, একুশে পদক প্রাপ্ত কবি আসাদ চৌধুরী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল আউয়াল।
বিজ্ঞাপন
সাংস্কৃতিক সম্পাদক ফারহানা শান্তা পরিবেশন করেন ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি। ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নিজাম খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সুকোমল রায় গীতা পাঠ করেন। আবৃত্তিকার আহমেদ হোসেন ও ড. হুমায়ুন কবির বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন কিং মনা, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুর কাদের মিলু, সহসভাপতি গোলাম সারওয়ার, নওশের আলি, মকবুল হোসেন, গোলাম মোস্তফা, অন্টারিও আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ বিন্দু, জিয়াউল আহসান চৌধুরী, হাসিনা আক্তার জানু (সভাপতি, কানাডা মহিলা আওয়ামী লীগ), আমিন মিয়া (সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ), ড. হুমায়ুন কবির (সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন)
বক্তারা বলেন, ১৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল ২১ আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে। ঘাতকরা চেয়েছিল নেতৃত্বশূন্য আওয়ামী লীগ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু যখন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন তখন তিনি ছিলেন টগবগে যুবক এবং পরবর্তীতে তিনিই হয়ে ওঠেন আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।
স্মরণ সভায় হাই কমিশনার তার বক্তব্যে বঙ্গবন্ধুর খুনিদের চিত্র তুলে ধরেন ও কানাডায় অবস্থানকারী খুনি নূর চৌধুরীকে দেশে ফেরতের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন, নব্য নূর চৌধুরী ও মস্তকের সংখ্যা এখন অনেক। এ ব্যাপারে দেশে ও প্রবাসে এদের বিরুদ্ধে সোচ্চার ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কবি আসাদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে সবাইকে এক হতে হবে। নেত্রীর হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের ভূমিকা থাকতে হবে।
ড. আউয়াল প্রবাস থেকে নেত্রীর পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মুক্তিযোদ্ধা কিং মনা মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সহ সভাপতি আবু হেনা কোরাইশী, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, পান্না আহম্মেদ, প্রচার সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক খালেদ শামীম, নির্বাহী সদস্য ইমাম হোসেন, রায়হান চৌধুরী, ইফতেখারুল হাসান, মাহাবুব মতিন, মুশফিকুর রহমান আকন্দ, জিনাত হোসেন, বিপ্লব চৌধুরী, আব্দুল হাই সুমন, দেওয়ান হক, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ জসিম, ঝোটন তরফদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম। মহিলা আওয়ামী লীগের জিনাত হোসেন, মোহাম্মদ হক, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান প্রমুখ।
এইচকে