জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৬৭ নং যুক্তরাষ্ট্র শাখা। গত ২১ আগস্ট (শনিবার) স্বাস্থ্যবিধি মেনে কমিটি কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।

৬৭ নং শাখার সহ-সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আরাফাত বিন রহমান, পেনসেলভেনিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, শেখ মোহাম্মদ আলমগীর খান প্রমুখ।

পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে মোস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া শাহাদাতবার্ষিকী ও শোক দিবস অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেষ হয়। এর মধ্যে ছিল খতমে কোরআন, খতমে তাহলীল, ফাতেহা শরীফ আদায় ও আলোচনা সভা। 

আলোচনা সভায় বক্তারা শ্রদ্ধা ভরে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পাশাপাশি ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দুঃখজনক ১৫ আগস্টের কালো রাতে জাতির জনকসহ শাহাদাত বরণকারী সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী  করতে সঠিক প্রক্রিয়ায় দেশে রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ করা হয়।

এ সময় আমেরিকা প্রবাসীরা বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান, প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘ অভিজ্ঞতা ও সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ তথ্য ও প্রযুক্তির দিক দিয়ে অনেকদূর এগিয়েছে। তিনি মাতৃভূমি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করায় আমরা আজকে আমেরিকা বসে দেশের মফস্বলে বৃদ্ধ মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজনের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারছি। নানা ধরনের অনলাইন ব্যবসা-বাণিজ্য করার সুযোগ পাচ্ছি।

সবশেষ নবী (দ.) ও হযরত গাউছুল আজম (রা.) এর উসিলায় বৈশ্বিক মহামারি করোনার ভয়াল প্রকোপ থেকে সমগ্র বিশ্ব, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ মুসলিম উম্মার নাজাত ও নিরাপত্তা কামনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট সকল শহীদদের রুহের মাগফিরাত ও তাদের জান্নাতুল ফেরদৌস কামনা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীসহ তার পরিবারের দীর্ঘ হায়াত এবং দেশ-জাতির উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসকেডি