বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মালদ্বীপে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আগস্ট মাসের শেষ দুই শুক্রবার (২০ ও ২৭ আগস্ট) ও ৩ সেপ্টেম্বর ফ্রি ফ্রাইডে ক্লিনিকের আয়োজন করা হয়।
মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সহযোগিতায় মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ আয়োজন করে।
বিজ্ঞাপন
ফ্রি ফ্রাইডে ক্লিনিকের আওতায় তিন দিনে মোট ২৩৭ জন প্রবাসী বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। বাংলাদেশের বায়ো ফার্মা এবং মালদ্বীপের লাইফ সাপোর্ট বিনামূল্যে ওষুধগুলো সরবরাহ করেছে।
তিন দিনের মধ্যে ৩ সেপ্টেম্বর একজন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক বেশ কয়েকজন বাংলাদেশিকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
বিজ্ঞাপন
এনএফ