দাতুক মোহাম্মদ শুকরি মোহাম্মদ সাল্লেহ

মালয়েশিয়া বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো ও অধিকতর সুরক্ষা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য পিআরএস নামে একটি অত্যাধুনিক টেকনোলোজি সিস্টেম ব্যবহার করা হচ্ছে। পিআরএস বাস্তবায়নে মালয়েশিয়া বিমানবন্দরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে হোল্ডিংস বিডি নামে একটি প্রতিষ্ঠান।  

হোল্ডিংস বিডি এক বিবৃতিতে জানায়, ইতোমধ্যে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মেশিন বসানো হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইন্স প্রথম বিমান সংস্থা হিসেবে অত্যাধুনিক এ প্রযুক্তি ব্যবহার করছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার সংবাদ সংস্থা বার্নামামায় দেওয়া এক সাক্ষাতকারে হোল্ডিংস বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক মোহাম্মদ শুকরি মোহাম্মদ সাল্লেহ বলেন, মালয়েশিয়া বিমানবন্দরে যাত্রীদের অতিরিক্ত ব্যাগেজ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা, শারীরিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে বিমানে ওঠানামাসহ বিমানের টার্ন আন্ডার গ্রাউন্ডেও প্রযুক্তিগত উন্নয়ন করা হচ্ছে।

এইচকে