বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে কানাডার ক্যালগেরিতে অনলাইনে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিঠাপুলি উৎসব। শনিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিসিএওসির ফেসবুক পেজে অনুষ্ঠিত হয় এই ভার্চুয়াল পিঠাপুলি উৎসব।

‘নতুন বছরে পিঠাপুলির আড্ডা আর সাংস্কৃতিক অনুষ্ঠান’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উইমেন্স ফোরাম।  

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিসিএওসি কোষাধ্যক্ষ শানিলা মাহমুদ, অফিস অ্যাডমিন সেক্রেটারি ইসমত জেরিন, সাংস্কৃতিক সম্পাদিকা মাহবুবা নূর অনু, বিশেষ অনুষ্ঠান সম্পাদিকা তাসমিয়াহ এমদাদ এবং আফরোজা হোসাইন।

আয়োজকরা জানান, নব প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্ত্বাকে তুলে ধরাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। অনুষ্ঠানে ছিল বাংলার ঐতিহ্যময় খাবারসহ আকর্ষণীয় কথার ঝুলি, নাচ এবং গান।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির কোষাধ্যক্ষ শানিলা মাহমুদ বলেন, আমাদের রয়েছে সুন্দর একটি সংস্কৃতি, যে বলয়ে আমরা বেড়ে উঠেছি। আমাদের সেই ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাংস্কৃতিক সম্পাদিকা মাহবুবা নূর অনু বলেন, আগামীর দিনগুলো আরও সুন্দর হবে এবং সমগ্র বিশ্বে শান্তি বিরাজ করবে এমনটাই আমাদের কামনা।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির অফিস অ্যাডমিন সেক্রেটারি ইসমত জেরিন জানান, নতুন বছর সবার জীবনে আনন্দ, সুখ আর অনাবিল শান্তি বয়ে আনবে, করোনা মহামারি থেকে মুক্তি পাবে বিশ্ববাসী এমনটাই আমাদের প্রত্যাশা।

তুষার আবৃত্ত কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা কিছু সময়ের জন্য হলেও আনন্দে মেতেছিল অন্যরকম এক ভার্চুয়াল মিলন মেলায়। আমের ভাপা পিঠা, হৃদয় হরন, চিতই, পাটিসাপ্টাসহ নানা ঐতিহ্যবাহী পিঠা নিয়ে অনুষ্ঠানে যুক্ত হন, কুলসুম খাতুন, ফারাহ হাফিজ, দিল আরা কোহিনূর, সালমা রোজি, ফাতেমা নাজির এবং রত্না দেবনাথরা। সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন গান ও নৃত্য পরিবেশন করেন রিতা কর্মকার, উম্মে হাবীবা মিলি, নাদিয়া হাসান ও মাহবুব নূর অনু।

হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে লাল সবুজ আর মুক্তিযুদ্ধের বাংলাদেশ হয়ে উঠবে আরও সুন্দর, আরও উন্নত–এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।

এফআর