এক রাকাতে তিনটি সেজদা দিয়ে ফেললে করণীয়
প্রতীকী ছবি
নামাজে শুধু ফরজ ও ওয়াজিব আদায় করাই যথেষ্ট নয়। বরং মনোযোগ, একনিষ্ঠতা ও ধীরস্থিরতা সব কিছুই প্রয়োজন। ফলে অমনোযোগিতা ও নিষ্ঠার অভাবে কখনো নিজের অজান্তেই মুসল্লিরা নামাজে ভুল করে বসে।
অনেক সময় ফরজ ছুটে যায়, কখনো আবার কোনও ওয়াজিব ছুটে যায়। ভুলে বা ইচ্ছায় কোনও ফরজ ছেড়ে দিলে নামাজ হয় না। আবার নতুন করে পুরো নামাজ পড়তে হয়।
বিজ্ঞাপন
তবে নামাজে ভুলে কোনো ওয়াজিব ছেড়ে দিলে— সিজদায়ে সাহু দিতে হয়। শুধু দিতে হয় না— তখন সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব। মূলত ওয়াজিব ছুটে যাওয়াটাই সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ।
বিজ্ঞাপন
এ বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনু বুহায়নাহ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, কোনও এক নামাজে আল্লাহর রাসুল (সা.) দু্ই রাকাত আদায় করে— না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লিরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন তার সালাত সমাপ্ত করার সময় হলো এবং আমরা তার সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফেরানোর আগে তাকবির বলে বসে বসেই দুইটি সিজদা করলেন। অতঃপর সালাম ফেরালেন। (বুখারি, হাদিস : ৮২৯; মুসলিম, ৫/১৯, হাদিস : ৫৭০; আহমাদ, হাদিস : ২২৯৮১)
আবদুল্লাহ্ (রা.) হতে আরও বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) জোহরের পাঁচ রাকাত আদায় করলেন। তাকে জিজ্ঞেস করা হলো, নামাজ কি বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, এ প্রশ্ন কেন? (প্রশ্নকারী) বললেন, আপনি তো পাঁচ রাকাত আদায় করেছেন। অতএব তিনি সালাম ফেরানোর পর দুইটি সিজদা করলেন। -(বুখারি, হাদিস : ৪০১)
নামাজে বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে। একেকজনের ভুল একেক রকম, আরেজনের থেকে ভিন্ন।
অনেক সময় কেউ কেউ এক রাকাতেই ভুলে তিনটি সেজদা দিয়ে ফেলেন। যেমন, একজন জানতে চেয়েছেন- এক ব্যক্তি এক রাকাতে ভুলে তিনটি সিজদা করে। এমতাবস্থায় তার নামাজ কি শুদ্ধ হয়েছে?
এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতে, দুইটির জায়গায় সিজদা তিনটি আদায় করলে, তখন সাহু সিদজা আদায় করা ওয়াজিব হয়ে যায়। কেননা তিনটি সিজদা আদায় করার কারণে পরবর্তী রুকন আদায় করতে বিলম্ব হয়।
আর নামাজের রুকন বিলম্বে আদায় করলে সাহু সিজদা ওয়াজিব হয়। তাই সাহু সিজদা আদায় না করলে, নামাজ আবার পড়তে হবে।
হযরত আতা রাহ. বলেন, 'যদি তুমি নিশ্চিত হও যে, কোনো রাকাতে তিনটি সিজদা করেছ, তবে নামাজ পুনরায় পড়বে না; বরং সাহু সিজদা করে নিবে। ' (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস নং: ৩৫২৪; আল-মুহিতুল বুরহানি: ২/৩০৮; কিতাবুল আছল: ১/২১১; বাদায়েউস সানায়ে: ১/৪০১)
এনটি