ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগালে অজু ভাঙবে?
প্রতীকী ছবি
চোট, আঘাত, কাটাছেঁড়া সব বাড়িতেই লেগে থাকে। অনেক সময় গুরুতর দুর্ঘটনায় আক্রান্ত হয়ে কেউ কেউ বড় ধরনের জখমের শিকার হন। এতে সেরে উঠতে চোট, আঘাতে ভাল করে ড্রেসিং করতে হয়। বড় ধরনের আঘাত হলে চিকিৎসকেরা জানিয়ে দেন, বাড়িতে কী ভাবে ড্রেসিং করতে হবে। অনেক সময় রোগীর অবস্থা ও পরিস্থিতি অনুযায়ী ডাক্তারেরা দিনে দুই তিনবারও ড্রেসিং করতে বলেন।
ড্রেসিং বারবার করলে এবং ড্রেসিং-এরপরে নতুন ব্যান্ডেজ লাগালে অজু ভেঙে যায় কিনা- এবিষয়ে জানতে চান অনেকে। যেমন একজন প্রশ্ন করেছেন-
বিজ্ঞাপন
‘আমি একজন রাজমিস্ত্রি। কয়েক দিন আগে নির্মাণকাজ করার সময় ইটের চাপ লেগে আমার বাম হাতে গুরুতর জখম হয়। ডাক্তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছেন। আমি ব্যান্ডেজের ওপর মাসেহ করে নামাজ পড়ি। তবে ডাক্তার বলেছেন, এক সপ্তাহ পর থেকে দিনে দুবার ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগাতে হবে। জানার বিষয় হলো, ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগালে কি অজু নষ্ট হয়ে যাবে?’
এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহ শাস্ত্রবিদেরা বলেন, ব্যান্ডেজের ওপর মাসেহ করার পর তা খুলে নতুন ব্যান্ডেজ লাগানোর কারণে অজু বা মাসেহ নষ্ট হয় না। অবশ্য এই নতুন ব্যান্ডেজের ওপর মাসেহ করে নেওয়া উত্তম।
বিজ্ঞাপন
আলেমরা বলেন, তবে যদি ড্রেসিং করার সময় ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বা পুঁজ বের হয় তাহলে অজু ভেঙে যাবে। আর ক্ষত ভালো হওয়ার পর ব্যান্ডেজ খোলা হলে মাসেহ বাতিল হয়ে যায়। কিন্তু অজু নষ্ট হয় না। এ ক্ষেত্রে শুধু মাসেহের স্থান ধুয়ে নিলেই পূর্বের অজু বহাল থাকবে। -(বাদায়েউস সানায়ে : ১/৯১; ফাতাওয়া হিন্দিয়া : ১/৩৫; রদ্দুল মুহতার : ১/২৮০)
প্রশ্নটি করেছেন আরমান হুসাইন, ফেনী থেকে
ইসলাম ও জীবন ঘনিষ্ঠ বিষয়ে জানতে এবং ধর্ম সম্পর্কিত খবর, ছবি, ভিডিও পাঠান-
dhakapostislam@gmail.com
এনটি