ইমামকে শেষ বৈঠকে পেলে তাশাহুদের পর করণীয়
প্রতীকী ছবি
নামাজের গুরুত্বপূর্ণ ফরজগুলোর একটি হলো শেষ বৈঠক। দুই রাকাত, তিন এবং চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ রাকাতে দুই সিজদার পর তাশাহুদ পরিমাণ বসা ফরজ। তাশাহুদ পড়া ওয়াজিব। তাশাহুদের পর দরুদ শরিফ এবং দোয়ায়ে মাসূরা পড়া সুন্নত।
আর প্রথম বৈঠক অর্থাৎ, তিন ও চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে শুধু তাশাহুদ পড়া ওয়াজিব।
বিজ্ঞাপন
তবে কোনো ব্যক্তি যদি তৃতীয় অথবা চতুর্থ রাকাতে ইমামের সঙ্গে যুক্ত হন, তাহলে ইমামের শেষ বৈঠক তার জন্য প্রথম বৈঠক হিসেবে গণ্য হবে। তখন ইমাম তাশাহুদ শেষ করে দরুদ ও দোয়ায়ে মাসূরা পড়ার সময়টাতে এমন ব্যক্তি কী করবেন এ নিয়ে সন্দেহে পড়ে যান অনেকে।
এমন পরিস্থিতি নিয়ে জানতে চেয়ে একজন প্রশ্ন করেছেন-
বিজ্ঞাপন
‘আমি সব সময় তাকবীরে উলার (প্রথম তাকবির) সঙ্গে নামাজ আদায় করি। গতকাল হঠাৎ জোহরের নামাজে তাকবীরে উলা ছুটে যায়। ইমামের সঙ্গে তৃতীয় রাকাতে শরীক হই। চতুর্থ রাকাতের বৈঠকে আমি সন্দেহে পড়ে যাই যে, আমি কি শুধু তাশাহহুদ পড়ব? নাকি দরুদ ও দোয়ায়ে মাসূরাও পাঠ করতে পারব? কারণ তা আমার জন্য প্রথম বৈঠক ছিল।
এমন পরিস্থিতির ব্যাপারে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলেন, মাসবুক ইমামের সঙ্গে শেষ বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে। কারণ ইমামের এটি শেষ বৈঠক হলেও মাসবুকের তা প্রথম বৈঠক। অবশ্য এক্ষেত্রে মাসবুক তাশাহহুদ ধীরে ধীরে পড়বে। যেন তা ইমামের সালাম পর্যন্ত দীর্ঘায়িত হয়। আর যদি সালামের আগেই পড়া শেষ হয়ে যায়, তাহলে সে পুনরায় শুরু থেকে তাশাহহুদ পড়তে পারে। আবার চাইলে সে চুপও থাকতে পারে। অবশ্য ইমামের অনুসরণ করে সে দরুদ ও দোয়া মাসুরাও পড়তে পারবে। ইমাম সারাখসী রাহ. এমনটিই বলেছেন।
(আলমাবসূত, সারাখসী ১/৩৫; ফাতাওয়া খানিয়া ১/৪০৩; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৫; আলবাহরুর রায়েক ১/৩২৭; আদ্দুররুল মুখতার ১/৫১১; রদ্দুল মুহতার ১/৫১১, আল কাউসার অনলাইন, ৬২৮০)
এনটি