সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের উদ্যোগে ‘খতমে নবুওয়ত আক্বিদা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) পঞ্চগড়ের রাজনগর অবস্থিত কমিউনিটি সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আকিদায়ে খতমে নবুওয়ত বিষয়ে সেমিনারে বক্তারা বলেন, খতমে নবুওয়ত আকিদা ইসলামের অপরিহার্য একটি ধর্ম বিশ্বাস। খতমে নবুওয়ত আকিদার অর্থ হলো, আল্লাহ তায়ালা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অগণিত নবী-রাসূল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় সবশেষে হজরত মুহাম্মাদ (সা)-কে শেষ নবী ও রাসূল বানিয়ে পাঠিয়েছেন এবং তার মাধ্যমে মানুষের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন।

বক্তারা আরও বলেন, নবী মুহাম্মাদ (সা.) এর পরে আর কোনো নবী বা রাসুলের প্রয়োজন নেই। সুতরাং হজরত মুহাম্মাদ (সা.) সর্বদিক থেকে সর্বশেষ নবী ও রাসূল। তারপর নতুন কেউ নবী হয়ে আসবে না। এই ধর্ম বিশ্বাস অটুট থাকলে ইসলাম কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়। অন্যথায় ইসলাম চিরস্থায়ী ধর্ম হিসেবে বাকি থাকে না।

সেমিনারের ইশতেহারে বক্তারা অনতিবিলম্বে কাদিয়ানীদের সরকারিভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করার দাবি জানান।

সেমিনারে পঞ্চগড়ে আহমদনগরে আগামী ফেব্রুয়ারিতে (২৩, ২৪, ২৫) কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবি জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী শুয়াইব ইবরাহীম।

সেমিনারে বক্তব্য দেন সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের উপদেষ্টা মাওলানা মাহমুদুল আলম, সাধারণ সম্পাদক জনাব ক্বারী আব্দুল্লাহ, সাবেক পৌর মেয়র জনাব তৌহিদুল ইসলাম প্রমুখ।

এনটি