সিলেটে বন্যায় বিপর্যস্ত ৫০০ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ও উই আর ওয়ান ফাউন্ডেশন। বানভাসিদের মাঝে খাদ্য, ওষুধ ও নগদ অর্থ বিতরণ করছে সংস্থা দুটি।

সংস্থা সূত্রে জানা যায়, সিলেটে বন্যা শুরুর খবরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ ৫০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনের প্রতিনিধিরা। 

এ সময় উপস্থিত ছিলেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল এবং উভয় সংস্থার পরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজসহ অন্যান্যরা। 

২০২২ সালে ভয়াবহ বন্যায় ২২ হাজার পরিবারকে খাদ্য ও চিকিৎসাসেবা প্রদান করেছে এই সংস্থা। চিকিৎসা সেবা, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র  বিতরণ, নলকূপ স্থাপন, স্বাবলম্বীকরণ, ঈদ সামগ্রী ও ইফতারের বাজারসহ নানামুখি সেবা কার্যক্রম পরিচালনা করে এ দুটি সংস্থা।