হজযাত্রীদের সেবা দিয়েছেন ৪ লাখেরও বেশি কর্মী
শেষ হয়েছে চলতি বছরের হজ মৌসুম। হজ শেষে আবার শুরু হয়েছে ওমরা।বুধবার (১১ জুন) থেকে উঠে গেছে মক্কায় প্রবেশে আরোপ করা সব বিধিনিষেধ। এখন থেকে আবারও শুরু হচ্ছে ওমরাহ ভিসার আবেদনের প্রক্রিয়া।
২০২৫ সালের হজ মৌসুমে মোট ৪ লাখ ২০ হাজার ৭০ জন কর্মী সরকারি ও বেসরকারি খাত থেকে হজযাত্রীদের সেবা দিয়েছেন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। এই কর্মীরা ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হজযাত্রীকে সেবা দিয়েছেন বলে জানিয়ে সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই কর্মীদের মধ্যে ৯২ শতাংশ ছিলেন পুরুষ এবং ৮ শতাংশ নারী।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবারের হজ মৌসুমে পবিত্র স্থানগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন ৩৪,৫৪০ জন পুরুষ ও নারী, যারা মোট ২১,৩৪,৩৯৮ ঘণ্টা স্বেচ্ছাসেবী কাজ করেছেন।
বিজ্ঞাপন
বৃদ্ধ, অসুস্থ এবং প্রতিবন্ধী হজযাত্রীদের পবিত্র স্থানগুলোতে চলাচলের ক্ষেত্রে সহায়তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর আটটি দেশ থেকে আগত ৩,১৪,৩৩৭ জন হজযাত্রী ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর সুবিধা গ্রহণ করেছেন, যা মোট বিদেশি হজযাত্রীর ২০.৯ শতাংশ। ২০১৭ সালের হজ মৌসুমে চালু হওয়া এই উদ্যোগের লক্ষ্য হলো হজযাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া সহজ করা।
পরিসংখ্যানে জানানো হয়েছে, এ বছর নিবন্ধিত ১৬,৭৩,২৩০ জন হজযাত্রীর মধ্যে ১৫,০৬,৫৭৬ জন বিদেশ থেকে এসেছেন এবং ১,৬৬,৬৫৪ জন ছিলেন সৌদি আরবের অভ্যন্তরীণ নাগরিক ও বাসিন্দা।
হজযাত্রীদের মধ্যে ৮,৭৭,৮৪১ জন পুরুষ এবং ৭,৯৫,৩৮৯ জন নারী ছিলেন। এই পরিসংখ্যানগুলো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক রেকর্ডের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
সূত্র : আরব নিউজ