সৌদি আরবের প্রখ্যাত আলেম ও মুসলিম ওয়ার্ল্ড লীগের (এমডব্লিউএল) সাবেক মহাসচিব আব্দুল্লাহ ওমর নাসিফ ইন্তেকাল করেছেন। তিনি ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আবদুল্লাহ নাসিফের জানাজা শুক্রবার জেদ্দার আল-জুফফালি মসজিদে অনুষ্ঠিত হয় এবং এরপর তাকে আল-আসাদ কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সহকর্মী, বন্ধু ও সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন এবং তার জীবনের কাজ ও অবদানের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

নাসিফ জেদ্দার কিং আবদুলআজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, আন্তর্জাতিক ইসলামি রিলিফ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস এবং আন্তর্জাতিক ইসলামী দাওয়াহ ও রিলিফ কাউন্সিলের মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ব স্কাউট কমিটি এবং মুসলিম স্কাউটসের আন্তর্জাতিক ইউনিয়নের নেতৃত্বে ছিলেন।

১৯৯১ সালে ইসলামী শিক্ষা, নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতায় অবদানের জন্য তিনি কিং ফয়সাল পুরস্কার লাভ করেন।

তিনি  ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মুসলিম ওয়ার্ল্ড লীগে সৌদি আরবের প্রতিনিধি ছিলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ইসলামী বিষয় ও আন্তধর্মীয় সংলাপকে এগিয়ে এনেছেন। শুরা কাউন্সিলের উপ-সভাপতি হিসেবে তিনি জাতীয় স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

তিনি যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকোতে ‘দার আল-ইসলাম’, শিকাগোর ইসলামিক কলেজ এবং কেমব্রিজের ইসলামিক অ্যাকাডেমির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। পাকিস্তানের ইসলামিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও নাইজারের ইসলামিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতিও ছিলেন।

তিনি ১৯৩৯ সালে জেদ্দায় জন্মগ্রহণ করেন।  কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরে লন্ডন ও আমেরিকার ভূতত্ত্ব সমিতির ফেলো হন।

সূত্র : আরব নিউজ