ব্যান্ডেজের ওপর মোজা পরলে মাসেহ করা যাবে?
বিভিন্ন দুর্ঘটনার কারণে হাত-পায়ে ব্যান্ডেজ করতে হয়। শীতকালে ঠান্ডা থেকে রক্ষার জন্য ব্যান্ডেজের ওপরই অনেকে মোজা পড়েন। অজুর সময় সেই ব্যান্ডেজের উপর মাসেহ করা যাবে কি না?
এ ক্ষেত্রে ফেকাহবিদদের মতামত হলো— হ্যাঁ, ব্যান্ডেজের উপর মাসেহ করে এবং অন্য পা ধুয়ে চামড়া জাতীয় মোজা পরা হলে পরবর্তী অজুর সময় থেকে সেই মোজার ওপর মাসাহ করা যাবে। মাসাহের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে উভয় মোজা খুলে আবারো ব্যান্ডেজের ওপর মাসেহ করে নিতে হবে এবং অপর পা ধুয়ে নিতে হবে।
বিজ্ঞাপন
মোজার ওপর মাসাহের বিধান
আমরা শীতকালে চামড়ার মোজা পরিধান করি। মোজার ওপর মাসেহের সময়সীমা কখন শুরু হয় এবং কখন শেষ হয়?
বিজ্ঞাপন
এই প্রশ্নের উত্তর হলো- অজু অবস্থায় মোজা পরার পর অজু ভঙ্গ হওয়ার সময় থেকে মোজার উপর মাসেহের সময় শুরু হয়। আর মোজার ওপর মাসাহের সময়সীমা মুকিমের জন্য এক দিন এক রাত (২৪ ঘণ্টা) এবং মুসাফিরের জন্য তিন দিন তিন রাত (৭২ ঘণ্টা)।
আলী (রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) মোজার উপর মাসেহের সময়সীমা নির্ধারণ করেছেন- মুসাফিরের জন্য তিন দিন তিন রাত। আর মুকিমের জন্য এক দিন এক রাত। (সহিহ মুসলিম, হাদিস : ২৭৬)
এনটি