বিশ্বকাপ ফুটবলে বুঁদ হয়েছিল পুরো বিশ্ব। বাংলাদেশেও মেতেছিল ফুটবল আনন্দে। আর্জেন্টিনা-ব্রাজিল উন্মাদনায় ছিলেন দেশের অন্য খেলার তারকারাও। বিশ্বকাপ শেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ব্যস্ততাও শুরু হয়েছে। 

বিশ্বকাপ চলা সময়েই ভারত বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে। আন্তর্জাতিক সিরিজ চলছিল বিশ্বকাপের নক আউট পর্ব থেকে। বাংলাদেশ-ভারত সিরিজ এখনও চলমান। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামের অদূরেই শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে সেন্ট্রাল এশিয়া ভলিবল চ্যাম্পিয়নশিপ। গতকাল অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক পেশাদার বক্সিংও।

আন্তর্জাতিকের পাশাপাশি অন্য খেলাধুলাতেও ব্যস্ততা বেড়েছে অনেক। বিশ্বকাপের সময় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট চলেছে। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য ঘরোয়া ফুটবল স্থগিত ছিল। ১৮ ডিসেম্বর ফাইনাল শেষ হওয়ার দুই দিন পর ফেডারেশন কাপ মাঠে গড়িয়েছে। লিগও চলছে সমান্তরালে। 

দেশের দুই জনপ্রিয় খেলা ফুটবল ক্রিকেটের সঙ্গে মাদার অফ অল স্পোর্টস অ্যাথলেটিক্সও চলছে। গতকাল থেকে তিন দিনব্যাপী জাতীয় অ্যাথলেটিক্স শুরু হয়েছে। জাতীয় দাবা প্রতিযোগিতা চলমান রয়েছে। বছরের শেষ দিন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু করবে।

এজেড/এমএ