ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরলেও স্বস্তি পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পাচ্ছে না তারা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতে হেরে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়েছে প্রোটিয়ারা। 

মঙ্গলবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এমন হারের আগে আরও একটি বড় দুঃসংবাদ পায় দক্ষিণ আফ্রিকা। কুঁচকির ইনজুরিতে তৃতীয় ম্যাচে খেলা হয়নি পেসার কাগিসো রাবাদার। তিন সপ্তাহের জন্য ছিঁটকে যাওয়ায় ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না তিনি। 

তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। দলীয় ৩৪ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক কুইন্টন ডি কক। ১ চার ও ছক্কায় ১২ বল থেকে ১৭ রান করেন তিনি। পরের দুই ব্যাটসম্যান টেম্বা বাভুমা ২৬ বলে ৩২ ও রেজা হ্যান্ডরিকস ১৪ বলে করেন ১৩ রান। 

এই দুই জনের বিদায়ের পর উইকেটে আসেন ফাফ ডু প্লেসি ও রাসি ভ্যান ডার ডুসেন। দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন তারা। ৫ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রান করেন ডু প্লেসি। অন্যদিকে ৫ চার ও সমান ছক্কায় ৩২ বলে ৭৪ রান করেন ডুসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকাকে ১৯২ রানের লক্ষ্য দেয় প্রোটিয়ারা। 

বড় এই লক্ষ্যকে মামুলি বানিয়ে ফেলেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা। ১৪ বলে ১৬ রান করে ওপেনার জেসন রয় ফিরে গেলেও ম্যাচ শেষ করে আসেন জস বাটলার ও ডেভিড মালান। বাটলারের ৪৬ বলে ৬৭ ও মালানের ৪৭ বলে ৯৯ রানের ইনিংসে  ১৫ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় সফরকারিরা। 

এমএইচ