যে পরিকল্পনায় সফল সুমন খান
সুমনের সেলফিতে দলের বাকিরা। ছবি : বিসিবি
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৭ ম্যাচের ৬টিতেই জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। বাকি এক ম্যাচ পরিত্যক্ত। গোটা সিরিজের ফলাফল অনুমেয়ই ছিল। দেখার অপেক্ষা ছিল- পারফরম্যান্স দিয়ে কারা এগিয়ে যাচ্ছেন। সেদিক বিবেচনায় বাজিমাত করেছেন পেসার সুমন খান। সিরিজের ৪ ইনিংসে বল হাতে উইকেট নিয়েছেন ১১টি। সিরিজ শেষে এ পেসার জানলেন, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের স্টাম্পে আক্রমণ করেই সফল তিনি।
মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুমন বলেন, ‘আসলে সবসময় উন্নতি করার জন্যই কাজ করে যাই, কোচেরা তো আছেনই সহায়তার জন্য। প্রত্যেকটা দিন নতুন একটা দিন থাকে। তো চেষ্টা করি নতুন কিছু শেখার, প্রক্রিয়া ঠিক রাখার। এভাবেই গত দুই ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বিশ্বাস ছিল নিজের মধ্যে ভালোভাবে ফিরতে পারব। সেই দিক থেকেই আলহামদুলিল্লাহ ভালো করছি।’
বিজ্ঞাপন
সুমন আরও যোগ করেন, ‘নতুন বলে বল করার জন্য কোচ একটা কথাই বলেন, দুর্বল বল কইরো না, স্টাম্পে আক্রমণ করতে হবে। তো সেটাই চেষ্টা করি। আমার যে সুইং আছে আমার শক্তির জায়গাতে থাকি। আর স্লগের ক্ষেত্রে চিন্তা করি বোলিং বৈচিত্রে ইয়র্কারে আমি ভালো, ব্যাক হ্যান্ড ভালো পারি, অফ কাটার ভালো পারি, এগুলোর উপর নির্ভর থাকি। আমি আমার শক্তির জায়গাতেই থাকি।’
আয়ারল্যান্ড উলসের বিপক্ষে ৩ ওয়ানডেতে ৭ উইকেট নেওয়ার পর মঙ্গলবার একমাত্র টি-টোয়েন্টিতে ৪ উইকেট পেয়েছেন সুমন। সফলতার নিশান ওড়াচ্ছেন আরো আগে থেকেই। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাডারে থাকা এ পেসার বিসিবি প্রেসিডেন্টস কাপে বাজিমাত করেন। টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতার পাশাপাশি টুর্নামেন্টের বিশেষ পুরস্কার হাতে তোলেন।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও কম যাননি সুমন। ৫ দলের সেই টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে নিজের ঝুলিতে ভরেন ৮ উইকেট। এবার এমার্জিং দলের হয়ে আলো ছড়ালেন সুমন। জানালেন, ‘এটা আসলে প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য ওঠার অন্যতম একটা প্লাটফর্ম। কারণ এখান থেকেই প্রত্যেকটা খেলোয়াড় ফোকাস হয়, তার শেখার কিছু থাকে, অভিজ্ঞতা অর্জন করা, মানসিকভাবে শক্তিশালী হওয়া। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের জন্য। ভবিষ্যতে জাতীয় দল হোক, বড় পর্যায়ে খেলা হোক, আন্তর্জাতিক পর্যায়ে দাপট দেখানো হোক, সবকিছুর জন্য এই প্লাটফর্মটা খুবই গুরুত্বপূর্ণ।’
ইমার্জিং পাঠ চুকিয়ে সুমন এবার চোখ রাখছেন আসন্ন জাতীয় ক্রিকেট লিগে, ‘সামনে যেহেতু লাল বলের ক্রিকেট শুরু হবে। এনসিএল শুরু হচ্ছে তো পরিকল্পনা হলো সেখানে ভালো করার চেষ্টা থাকবে। ইনশাআল্লাহ ভালো কিছুই করব।’
টিআইএস/এটি