উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডেই অঘটন, ছিটকে গেলেন ক্যাসপার রুড
চতুর্থ দিনে অবশেষে উইম্বলডন আয়োজকরা কিছুটা স্বস্তি পেলেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বৃষ্টি নামেনি। আকাশ মেঘলা ছিল। উঁকি দিয়েছে সূর্যও। ফলে বাকি থাকা ম্যাচগুলো একে একে শেষ করা শুরু করেছেন আয়োজকরা। এত দিনে যেখানে দ্বিতীয় রাউন্ড পুরোপুরি শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে অনেকে এদিন প্রথম রাউন্ডের ম্যাচ খেলেছেন।
তবে আয়োজকরা স্বস্তি পেলেও মুখে হাসি থাকল না ক্যাসপার রুডের। নরওয়ের খেলোয়াড় ছিটকে গেলেন দ্বিতীয় রাউন্ড থেকেই। বাকি নামি খেলোয়াড়রা প্রায় সবাই তৃতীয় রাউন্ডে উঠেছেন।
বিজ্ঞাপন
পাঁচ সেটের লড়াইয়ে রুড হারলেন ব্রিটেনের লিয়াম ব্রডির কাছে। ব্রডি জিতেছেন ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-৩, ৬-০ গেমে। টানা দ্বিতীয় বার তৃতীয় রাউন্ডে উঠলেন তিনি।
রুডকে হারিয়ে বলেছেন, 'গতকাল রাতে শোয়ার সময় আমার মনে বিশ্বাস ছিল যে ম্যাচটা জিততে পারি। আজ সত্যিই জেতার পর কথা বলার ভাষা নেই। অসম্ভব ভালো লাগছে। উইম্বলডনের সেন্টার কোর্টে খেলা আমার কাছে পাঁচ বছর থেকে স্বপ্ন ছিল।'
বিজ্ঞাপন
ঘাসের কোর্টে খেলার অভিজ্ঞতা থাকাই ব্রডিকে সাহায্য করেছে। বেসলাইন এবং নেট দুটোতেই সমান পারদর্শিতা দেখিয়েছেন। তিন ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে রুডকেও ক্লান্ত লেগেছে।
জেডএস