পাকিস্তানকে হারিয়ে হোটেলে ফিরে যা করে ভারত
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্য রকম উত্তেজনা। আর তা যদি হয় বিশ্বকাপে তা হলে তো কথায় নেই।
শনিবার সেই ম্যাচে একপেশে জিতেছে রোহিত শর্মার দল। এ রকম ম্যাচ জেতার পর স্বাভাবিকভাবেই বাড়তি উচ্ছ্বাস থাকে যে কোনো দলেরই। কিন্তু রোহিতরা কোনো রকম উৎসব করতে চাইলেন না। তাদের মতে, ১৯ নভেম্বর পর্যন্ত যাবতীয় উৎসব তুলে রাখাই যায়। কারণ, ওই দিনই বিশ্বকাপের ফাইনাল।
দলের মতে, কেবল অর্ধেক কাজ হয়েছে। হোটেলে ফিরে গোটা দল একটি বিরাট কেক কাটে। তার পর সবাই একসঙ্গে নৈশভোজ সারেন। ওটুকুই। এর পরে বাড়তি উচ্ছ্বাস কারও মধ্যেই দেখা যায়নি।
বিজ্ঞাপন
গোটা দলের মধ্যে পরিবেশও বেশ হালকা। একে অপরের সঙ্গে হাসিঠাট্টা, পিছনে লাগা চলছেই। কেউ মজার জোক্স বলছেন, আবার কেউ অতীতের কোনো মজার ঘটনা টেনে আনছেন। অধিনায়ক রোহিত শর্মাও অনেকটা তৃপ্ত। তিনি নিজে ভালো ইনিংস খেলেছেন। দলের কোনো ক্রিকেটারকে নিয়েও চিন্তা নেই।
এনএফ
বিজ্ঞাপন