নিজেদের সেরা তারকাকে হারাল ইংল্যান্ড
বিশ্বকাপটা ভাল যাচ্ছেনা ইংল্যান্ডের। চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে একের পর এক প্রতিপক্ষের কাছে হার দেখতে হচ্ছে তাদের। চার ম্যাচ শেষে এখন পর্যন্ত তাদের জয় কেবল একটিতে। বড় ব্যবধানের হারের কারণে পয়েন্ট টেবিলেও আছে তলানির দিকে। ১০ দলের মাঝে ইংলিশদের অবস্থান ৯ম স্থানে। এমন দুরাবস্থার মাঝে বড় এক দুঃসংবাদ পেলো ইংল্যান্ড।
ইনজুরিতে ইংল্যান্ডের পেসার রিস টপলি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপে ইংলিশদের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন এই টপলি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৮ উইকেট শিকার করেছেন তিনি।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবারের ম্যাচে নিজের নবম ওভারে পঞ্চম বল করতেই বাঁ-হাতের তর্জনিতে (বুড়ো আঙুলের পরেরটা) আঘাত পান তিনি। এরপর মাঠ ছেড়ে উঠে যান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘টপলি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইংল্যান্ড ফিরে যাবে। সে ইংল্যান্ড ও সারে (কাউন্টি ক্লাব) মেডিকেল টিমের অধীনে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে।
বিজ্ঞাপন
তার বদলি হিসেবে কে আসতে পারেন তা এখনো নিশ্চিত না। দলের সঙ্গে ভারতে থাকা জোফরা আর্চারের নাম ঘোষণার সম্ভাবনা থাকলেও ইংল্যান্ডের কোচ ম্যাথু মট তা উড়িয়ে দিয়েছেন। আর্চার ছাড়াও আলোচনায় আছেন অনেকেই। ডারহাম ফাস্ট বোলার ব্রাইডন কার্সকে নিয়ে প্রশ্নও তুলেছিলেন সাংবাদিকরা।
ইংলিশ কোচ ম্যাথু মট অবশ্য তাড়াহুড়ো করার পক্ষে নন,।।আমাদের বসতে হবে, আলোচনা করতে হবে। দেখতে হবে সামনে কোন দলের বিপক্ষে খেলা আছে। আমরা এক্স-ফ্যাক্টর খেলোয়াড় খুঁজছি। তাই বদলি খেলোয়াড়ের নাম ঘোষণার ক্ষেত্রে তাড়াহুড়ো করছি না।’
জেএ